মালয়েশিয়ায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
A Bangladeshi worker named Shawkat Ali (30) was killed in Malaysia's stampede and stalking in Indonesia.
The incident took place at Jalan-Imbi area of Bukit Bintang in the busiest area of the capital Kuala Lumpur at 8:00 am local time on Sunday.
The house of the deceased Shawkat Ali was reported to Daudkandi in Comilla.
Witnesses said that Shawkat Ali Jalan was in front of the Imbere al-Mahmudiya restaurant in the morning. Shawkat Ali died on the spot while three people of Indonesia were stabbed to death by him.
After getting the news, police recovered his body from the spot and sent him to the hospital for postmortem.
But it is not known why the incident happened and why it happened.
Al-Mahmudiya restaurant owner Farooq said, Shawkat used to work in his restaurant. Three people from Indonesia are on their way home from work in the morning
ইন্দোনেশিয়ার তিন নাগরিকের হামলায় ও ছুরিকাঘাতে মালয়েশিয়ায় শওকত আলী (৩০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান ইম্বি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত আলীর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শওকত আলী জালান ইম্বির আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের সামনে ছিলেন। এ সময় ইন্দোনেশিয়ার তিন নাগরিক তাকে এলোপাতারি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই শওকত আলীর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তবে ঘটনার সূত্রপাত ও কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আল-মাহমুদিয়া রেস্টুরেন্টের মালিক ফারুক জানান, শওকত তার রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে বাসা থেকে কর্মস্থলে আসার পথে ইন্দোনেশিয়ার তিন নাগরিক তার ও
No comments