আজকের খেলা রাজশাহী-খুলনা, ঢাকা-রংপুর
আজ দুপুর ১টায় মুশফিকের রাজশাহীকে মোকাবিলা করবে মাহমুদউল্লাহর খুলনা। সন্ধ্যায় ৬টার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে তারকাসমৃদ্ধ দুই দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ও রংপুর।
সাকিবের নেতৃত্বে ডায়নামাইটসের জার্সিতে খেলছেন খেলছেন সাঙ্গাকারা, আফ্রিদি, পোলার্ড, নারাইনদের মতো আইকনরা। রংপুর শিবিরে মাশরাফির নির্ভরতার নাম গেইল, ম্যাককালাম, বোপারা, পেরেরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা।
মাশরাফির রংপুরের সামনে জয়ে ফেরার ছন্দটা ধরে রাখার চ্যালেঞ্জ। সোমবার (২০ নভেম্বর) নিজেদের সবশেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৭ রানে হারায় তারা। এর মধ্য দিয়ে টানা তিন ম্যাচ পর পূর্ণ পয়েন্টের দেখা পায় টম মুডির শিষ্যরা। একইদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হার মানে সাকিবের ঢাকা। খুলনা সবশেষ ম্যাচে (চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে) জয় পেলেও ঢাকার কাছে হেরে যায় রাজশাহী।
পয়েন্ট টেবিলে সবচেয়ে কম পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রংপুর রাইডার্স। ৭ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৯ (৪ জয়, ২ হার, বৃষ্টির কারণে পরিত্যক্ত এক ম্যাচ থেকে ১ পয়েন্ট)।
২ পয়েন্ট পিছিয়ে তিনে ছয় ম্যাচ খেলা খুলনা টাইটান্স। সমান ৬ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া রাজশাহী কিংস ছয় নম্বরে। একেবারে তলানিতে সৌম্যর চিটাগং ভাইকিংস (৬ ম্যাচে ৩ পয়েন্ট)। সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেলে চারে নাসির-সাব্বিরের সিলেট সিক্সার্স (৭)। ৬ ম্যাচের পাঁচটিতে জিতে সবার উপরে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দু’দিন বিরতির পর শুক্রবার (২৪ নভেম্বর) খুলনা-রংপুর ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব মাঠে গড়াবে। এবারের আসরের তৃতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ২ ডিসেম্বর (শনিবারর) আবারো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিরবে চার-ছক্কার বিপিএল উত্তেজনা। যার শেষটা হবে ১২ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে। এর আগে প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টের পর্দা উঠে। মোট ৮টি ম্যাচ আয়োজন করে সিলেট।
No comments