ডিসেম্বর থেকে উইন্ডোজ ১০ বিনামূল্যে আপডেট বন্ধ
উইন্ডোজ ১০ বিনামূল্যে অটো আপডেট সুযোগ দিয়েছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই আপডেটের মেয়াদ দেয়া হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চলতি সপ্তাহে মাইক্রোসফট আবার ঘোষণা দিয়েছে যে, বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেটের সুবিধা তারা বাতিল করতে যাচ্ছে।
গত শনিবার জেডডিনেটের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাই থেকে মাইক্রোসফট বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেট সুবিধা বন্ধ করে দিয়েছে। তবে যেসব গ্রাহক অ্যাকসেসিবিলিটি ফিচার ব্যবহার করছেন, তাদের অতিরিক্ত সময় দিয়েছিল মার্কিন প্রতিষ্ঠানটি।
স্বাভাবিকভাবে কম্পিউটার ব্যবহার করতে যেসব গ্রাহকের সমস্যা হয় সেসব গ্রাহকদের সহায়তার জন্য উইন্ডোজে অ্যাকসেসিবিলিটি ফিচার ব্যবহিত হয়।
সূত্র : পিসিওয়ার্ল্ড
No comments